ইনসাইড গ্রাউন্ড

তাঁদের হারিয়ে যাওয়ার আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2017


Thumbnail

দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। ওয়ানডে সিরিজে একমাত্র ধারাবাহিক পারফর্মারের নাম মুশফিকুর রহিম। এছাড়া ইমরুল-মাহমুদুল্লাহ বাদে বাকী সবাই প্রায় পুরানো রুপে। কিন্তু টাইগাররা কেন এত বিবর্ণ একটা সিরিজ কাটাচ্ছে? হয়তো বলা হবে দেশের বাইরে কন্ডিশন, মানিয়ে নেওয়া, সব দেশই খারাপ করেছে, আমরা শিখছি এই রকম আরও অনেক কথা।

কিন্তু এই সিরিজ কিছু প্রশ্ন বার বার সামনে নিয়ে আসছে।

ডি কক আর আমাদের এনামুল হক জুনিয়ুর এক ব্যাচের প্লেয়ার। একই টুর্নামেন্ট অর্থাৎ  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছে দুইজন। সেই টুর্নামেন্টে  এনামুল ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছিল। তাঁর মানে ডি ককের তুলনায় অনেক ভালো পারফর্ম করছিলো বলেই সে এই পুরস্কার পেয়েছিল।

কিন্তু এখন?

এখন ককের ৮৭ ওডিআই ম্যাচে ৩৭৩৩ রান। এভারেজ ৪৫+। সেঞ্চুরি ১৩ টা। ডি ককের চেয়ে বেশি ক্যালিবার নিয়ে আসা আমাদের এনামুল কোথায় এখন? ঘরোয়া লিগ খেলেই ক্যারিয়ার পার করছে।

আবার  রাবাদা আর মুস্তাফিজের ডেব্যু এক সিরিজ আগে-পরে। অভিষেক সিরিজে বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপকে একাই ধ্বংস করে দিয়ে মুস্তাফিজের আগমন। বাংলাদেশের এর পরের সিরিজ সাউথ আফ্রিকার সঙ্গে। সেই সিরিজে অভিষেক হয় রাবাদার। অনেকটা মুস্তাফিজের মতোই ধ্বংস-যজ্ঞ দিয়ে রাবাদার শুরু। রাবাডার এখন ৪২ ম্যাচে ৬৯ উইকেট। টেস্টে তো তার পরিসংখ্যান আরো ভয়ংকর। ৩৯ ইনিংসে ১০২ উইকেট!

আর আমাদের মুস্তাফিজ? সে এখন নিজেকে হারিয়ে খুঁজছে!

কেন হারিয়ে যাচ্ছে আমাদের সম্পদগুলো, সমস্যা কোথায় আমাদের? আমাদের সমান অথবা আমাদের চাইতে কম ক্যালিবারের ক্রিকেটাররা লিজেন্ড হওয়ার পথে। আর আমাদের প্লেয়াররা হারিয়ে যাচ্ছে। কক-রাবাদাদের স্কিল সময়ের সাথে সাথে ডেভেলপ হয়। আমাদের হারিয়ে যায়।

তাই দিনশেষে মনে অনেকগুলো প্রশ্নের উদ্রেক ঘটায়। কেন হারিয়ে যাচ্ছে? ক্রিকেটারদের হারিয়ে যাওয়ার পিছনে কারা দায়ী? প্লেয়াররা নিজেরাই নাকি বিসিবি? 


বাংলা ইনসাইডার/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭