ইনসাইড গ্রাউন্ড

মেয়েদের এশিয়ান কাপের বাছাইয়ে জর্ডান, ইরানের গ্রুপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2021


Thumbnail

মেয়েদের এশিয়ান কাপের বাছাইয়ে শক্ত গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘জি’ গ্রুপে সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বৃহস্পতিবার জানায়, আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হয়ে বাছাই শেষ হবে ২৫ সেপ্টেম্বর। ২৮টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান, গতবারের রানার্সআপ অস্ট্রেলিয়া, তৃতীয় স্থান পাওয়া চীন এবং প্রতিযোগিতার আয়োজক ভারত সরাসরি এই আসরে খেলবে। আগামী ২০ জানুয়ারি ভারতে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডান ৫৯তম এবং ৭০তম স্থানে আছে ইরান। বাংলাদেশের অবস্থান ১৩৭তম। গ্রুপের প্রতিপক্ষদের তাই শক্তিশালী মানছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

ড্রয়ে বাংলাদেশ আয়োজকের পটে থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ ও নেপালের আয়োজক হওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। এএফসি চূড়ান্ত সিদ্ধান্ত আরও পরে জানাবে বলে জানালেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। “এএফসি আমাদের ও নেপালকে বলেছে তোমাদের আয়োজক হিসাবে রাখছি। তবে কোভিড-১৯ পরিস্থিতি দেখে প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।”



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭