ওয়ার্ল্ড ইনসাইড

ম্যাকাফির আত্মহত্যার পর অ্যাসাঞ্জকে নিয়ে চিন্তিত এডওয়ার্ড স্নোডেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2021


Thumbnail

ম্যাকাফি অ্যান্টিভাইরাসের প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি স্পেনের বার্সেলোনার এক কারাগারে গতকাল বুধবার মারা যাওয়ার পর উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভাগ্যেও একই পরিণতি লেখা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেন।

কর ফাঁকির মামলায় স্পেনের আদালত ম্যাকাফিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুমোদন দেওয়ার পর তাঁর মৃত্যুর ঘটনাটি ঘটে। স্পেনের কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে গতকাল স্নোডেন লিখেছেন, ‘অহিংস অপরাধে অভিযুক্ত কাউকে অন্যায্য বিচারব্যবস্থা এবং নির্মম কারাব্যবস্থায় প্রত্যর্পণ করা ইউরোপের উচিত না। এর চেয়ে বরং মৃত্যুর পথ বেছে নিচ্ছেন স্থানীয় বিবাদীরাও। এরপর হতে পারে জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গেও।’

সঙ্গে যোগ করেছেন, ‘এই সিস্টেম সংস্কার না হওয়া পর্যন্ত এটা স্থগিত রাখা উচিত।’

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। বেশির ভাগই গুপ্তচরবৃত্তি এবং গোপন নথি সংগ্রহের। ২০১৯ সালের এপ্রিলে যুক্তরাজ্যে গ্রেপ্তার হন তিনি। চলতি বছরের জানুয়ারিতে তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের আবেদন সাময়িকভাবে নাকচ করে দেন যুক্তরাজ্যের এক আদালত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭