ওয়ার্ল্ড ইনসাইড

কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটে পার পেলেন জান্টিন ট্রুডো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2021


Thumbnail

কানাডার পার্লামেন্টে বাজেট প্রশ্নে দেয়া অনাস্থা ভোটে পার পেয়ে গেলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংখ্যালঘু সরকার। নিম্ন কক্ষের তিনটি ছোট ব্লকের সমর্থনের সুবাদে এ যাত্রায় রক্ষা পেলেন তিনি।

বুধবারের (২৩ জুন) দেশটির হাউস অব কমন্সে বাজেট অনুমোদনের পক্ষে ২১১ এবং বিপক্ষে ১২১ ভোট পড়ে। এর মধ্যদিয়ে এই গ্রীষ্মের সম্ভাব্য আগাম নির্বাচন এড়ালেন  তিনি।

গত এপ্রিলে এ বাজেটের প্রস্তাব দেয়া হয়। বাজেটটির আওতায় তিন বছরের বেশি সময়ে ১০১.৪ বিলিয়ন কানাডিয়ান ডলার (৬৯ বিলিয়ন ইউরো) ব্যয় করার মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়। গত এপ্রিলে শুরু হওয়া ২০২১-২০২২ সালের বাজেটের এখন অবশ্যই সিনেটের অনুমোদন নিতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭