ইনসাইড বাংলাদেশ

যেখানে সেখানে কোরবানির হাট বসতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2021


Thumbnail

কোরবানির ঈদকে সামনে রেখে দেশের কোথাও যেখানে সেখানে হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৪ জুন) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবারও অনলাইনে পশু কেনাবেচায় মানুষকে উৎসাহিত করা হবে। গত বছরও আমরা দেখেছি অনলাইনে বেশ কেনাবেচা হয়েছে। এবারও আমরা এ পদ্ধতিকে উৎসাহিত করবো।

তিনি আরও বলেন, হাটের নিরাপত্তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। হাটে জাল নোট শনাক্তকরণ, অজ্ঞান পার্টি, মলম পার্টি যেন হাটে ভিড়তে না পারে তার ব্যবস্থা করা হবে। ব্যবসায়ীদের টাকা পরিবহনে পুলিশ সহযোগিতা করবে। চাঁদাবাজি বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

চামড়া কেনাবেচায় সিন্ডিকেট রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদের আগেই দাম নির্ধারণ করবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চামড়া পাচার রোধে সকল ধরনের ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭