ওয়ার্ল্ড ইনসাইড

গ্যাস সরবরাহে বিশ্বে শীর্ষে ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2021


Thumbnail

নানা কারণে প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমের উঠে আসছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর প্রতিবন্ধকতার পরেও বিভিন্ন ক্ষেত্রে দেশটির অগ্রগতি উল্লেখ করার মতোই।

এবার বিদায়ের পথে থাকা ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জানালেন, গ্যাস সরবরাহে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে তার দেশ।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

রুহানি বলেন, ইরানের ৯৫ শতাংশের বেশি মানুষ এখন গ্যাস নেটওয়ার্কের আওতায় এসেছে। তাদেরকে সরাসরি গ্যাস সরবরাহ করা হচ্ছে। এটা বিশ্বে নজিরবিহীন।

রুহানি আরও বলেন, গত ৮ বছরে ইরানের গ্রামাঞ্চলে গ্যাসের সরবরাহ পাঁচগুণ বেড়েছে। বিশ্বের আর কোনো দেশ গ্রামাঞ্চলে গ্যাস সরবরাহের ক্ষেত্রে এতো বেশি সাফল্য পায়নি।

তিনি বলেন, তার সরকার তেল ও গ্যাস সেক্টরে মানুষের অধিকার বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। আজকের প্রকল্পগুলো উদ্বোধনের মধ্যদিয়ে গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ পূর্ণ হয়েছে বলে জানান রুহানি।

ইরানের বিদায়ী প্রেসিডেন্ট বলেন, তারা সব সময় পরিবেশ রক্ষাকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়েছে। এ কারণে আন্তর্জাতিক মান শতভাগ বজায় রেখে পেট্রোল উৎপাদন ও ব্যবহার করা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭