ইনসাইড গ্রাউন্ড

এক নজরে খেলাধুলা : ১৯ অক্টোবর,২০১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2017


Thumbnail

 

বুধবারের খেলার টুকরো খবর
ক্রিকেট
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
দিনের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। টাইগার বোলাররা অনেকটা সময় পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পেরেছে প্রোটিয়া ব্যাটসম্যানদের। কিন্তু বি ডি ভিলিয়ার্স নেমেই পাল্টে দেন সব। বিধ্বংসী ব্যাটিংয়ে এলোমেলো করে দেন বাংলাদেশের বোলিং। তার ১০৪ বলে ১৭৬ রানে অসাধারণ ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ৩৫৩ রান।

কিন্তু  বোলিংয়ের পর হতাশা ব্যাটিংয়েও। তৃতীয় উইকেটে ইমরুল কায়েস ও মুশফিকের জুটির সময় অবশ্য লড়াইয়ে ছিল বাংলাদেশ। তবে দুজনের কেউ যেতে পারেননি সেঞ্চুরি পর্যন্ত। পরের ব্যাটসম্যানরাও দাঁড়াতে পারেননি কেউ। আর বাংলাদেশ হেরেছে ১০৪ রানের ব্যবধানে।

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বার্সেলোনা-অলিম্পিয়াকোস
রাতে ক্যাম্প ন্যু-তে  চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের দল। প্রথমার্ধে আত্মঘাতী গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে একটি গোল করার পাশাপাশি লুকাস দিনিয়ের গোলে অবদান রাখেন মেসি।

স্পোর্টিং-জুভেন্টাস
পর্তুগীজ ক্লাব স্পোর্টিংয়ের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া ইউভেন্তুসকে ম্যাচে ফেরালেন মিরালেম পিয়ানিচ। শেষ দিকে মারিও মানজুকিচের গোলে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিংকে হারিয়েছে সেরি আর চ্যাম্পিয়নরা। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ইউভেন্তুস।

চেলসি-রোমা
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-৩ গোলে ড্র করেছে চেলসি। এই ড্রয়ের ফলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো চেলসি।

বেনফিকা-ম্যান ইউ
মোরিনহোর ম্যান ইউয়ের মাঠে নামা মানেই ম্যাচে একটি ক্লিনশিট অর্জন। ঠিক তেমনি গতরাতেও তাই হয়েছে। বেনফিকাকে তারা হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ রেড ডেভিলরা।

আন্ডারলেখট-পিএসজি
বরাবরের মতই নেইমার, এমবাপে আর কাভানির ঝলকে জয় পেয়েছে পিএসজি। তারা ৪-০ গোলে হারিয়েছে আন্ডারলেখটকে। চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপে শতভাগ সাফল্যের ধারা ধরে রাখল উনাই এমেরির দল।

বৃহস্পতিবার খেলা
এশিয়া কাপ হকি
বাংলাদেশ-চীন

খেলাটি রাত ৮টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২।

ফুটবল
উয়েফা ইউরোপা লিগ
নিস-লাতসিও

খেলাটি রাত ১১টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১।

রেড স্টার-আর্সেনাল
খেলাটি রাত ১১টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।

কনিয়াসপোর-সালজবার্গ
খেলাটি রাত ১১টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন ৩।

ওস্টারসুন্ড-বিলবাও
খেলাটি রাত ১১টায় সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।

ভিলারিয়াল-স্লাভিয়া প্রাগ
খেলাটি রাত ১টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১।

আটালান্টা-অ্যাপোলন
খেলাটি রাত ১টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।

এসি মিলান-এইকে এথেন্স
খেলাটি রাত ১টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন ৩।

হফেনহাইম-ইস্তানবুল
খেলাটি রাত ১টায় সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭