ইনসাইড বাংলাদেশ

চাবি তারেকের হাতে, খালেদা পুতুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2017


Thumbnail

তারেক জিয়ার হাতেই এখন বিএনপির চাবি। বেগম খালেদা জিয়া হলেন পুতুল। তারেক যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজ হবে। লন্ডন সফরের প্রাপ্তি হলো এই। বেগম জিয়া তারেক জিয়ার হাতেই কতৃত্বের চাবি দিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন। তার জন্য ৫ করণীয় ঠিক করে দিয়েছে তারেক।

প্রথম করণীয় হিসেবে বেগম জিয়া আদালতে যাবেন, জামিন নেবেন। তারেক জিয়ার মামলাগুলো ভন্ডুল করার জন্য আইনজীবীদের নির্দেশ দেবেন।

দ্বিতীয় করণীয় হিসেবে বেগম জিয়া দলের স্থায়ী কমিটির সঙ্গে বসবেন। সেখানে তিনি তারেক জিয়া প্রস্তুতকৃত সহায়ক সরকারের রূপরেখা পাশ করাবেন। তারপর এক সংবাদ সম্মেলনে এর ওপর লিখিত বক্তব্য রাখবেন। সহায়ক সরকার ফর্মুলার মূল কথা হলো, শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়।

তৃতীয় করণীয় হিসেবে বেগম জিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন। সেখানে ভারত যা চায়, তাই দিতে প্রস্তুত বলে মুচলেকা দেবেন।

চতুর্থ করণীয় বেগম জিয়া রোহিঙ্গা শরণীর্থীদের এলাকা সফর যাবেন। সেখানে সরকারের সমালোচনা করে বক্তব্য রাখবেন।

পঞ্চম নির্দেশ অনুযায়ী, প্রধান বিচারপতির ইস্যু নিয়ে বেগম জিয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সঙ্গে কথা বলবেন। সরকারের কঠোর সমালোচনা করবেন।

আপাতত, মাসজুড়ে এই পাঁচ করণীয় নির্ধারিত। এরপর লন্ডন থেকে যেভাবে বার্তা আসবে সেভাবেই কাজ করবেন বিএনপি চেয়ারপারসন।

গতকাল বিমানবন্দরে নেমে কর্মীদের উদ্দেশে একটি কথাও বলেননি তিনি। কর্মীরা অনেক উৎসাহ নিয়ে এসেছিল, কিন্তু কাঁচের ওপার থেকে তারা শুধু বেগম জিয়ার হাসিমুখটাই দেখল। কর্মীদের প্রশ্ন, লন্ডন থেকে কি নিয়ে এলেন বেগম জিয়া?
উত্তর একটাই, তারেক যুগের বিএনপির পুতুল চেয়ারপারসন হয়েই ফিরলেন ম্যাডাম।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭