ওয়ার্ল্ড ইনসাইড

থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারো বিক্ষোভকারীরা রাজপথে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/06/2021


Thumbnail

করোনাভাইরাসের মহামারী ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ধীরগতির জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান ওচার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাজপথে বিক্ষোভ-মিছিল করেছেন। দেশে সাংবিধানিক পরিবর্তনের  দাবি জানিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) সরকারি বিধি নিষেধ উপেক্ষা করেই বিক্ষোভকারীরা রাজপথে সমবেত হন। বিক্ষোভকারীদের নেতা জাতুপাত পাই দাওদিন বলেন, সংবিধান অবশ্যই জনগণের কাছ থেকে আসতে হবে। প্রধানমন্ত্রী প্রাইয়ূথের কিছু সমর্থকও আজ বিক্ষোভ মিছিল করেন।

১৯৩২ সালে থাইল্যান্ডের সম্পূর্ণ রাজতন্ত্র প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। রাজতন্ত্র সম্পর্কে জাতুপাত বলেন, ৮৯ বছর ধরে আমরা সম্পূর্ণ কর্তৃত্ববাদের অধীনে রয়েছি যেখান থেকে কাঙ্ক্ষিত উন্নয়ন আসে নি।

করোনার ভ্যাকসিন নীতি-নিয়েও সরকার সমালোচনার মুখে।  থাইল্যান্ড যে কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করছে তা রাজা মহা ভাজিরালংকর্নের মালিকানাধীন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭