ইনসাইড বাংলাদেশ

সামাজিক অপরাধ বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2017


Thumbnail

মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে ‘নব্য’ বুটিকসের বিক্রয়কর্মী টুম্পাকে গত ১৫ অক্টোবর কর্মস্থলেই তার স্বামী সবুজ ছুরিকাঘাতে হত্যা করে। গত মঙ্গলবার রাতে যশোরের এসআর হোটেল থেকে সবুজকে র‌্যাব-২-এর সদস্যরা গ্রেপ্তার করে ঢাকায় আনে।

ময়মনসিংহের কেন্দুয়া পারভীন সিরাজ মহিলা কলেজের ছাত্রী জান্নাতুল আক্তারকে এলাকার ছেলে ইমন কয়েক দিন ধরে উত্ত্যক্ত করা শুরু করে। প্রেমের প্রস্তাবে দিলে মেয়েটি রাজি না হওয়ায় ইমন গত মঙ্গলবার বিকেলে তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার আট ঘণ্টার মধ্যেই পুলিশ মঙ্গলবার রাতেই ইমনকে আটক করে হাজতে পাঠায়।

সাভারের দলিল লেখক কল্যাণ সমিতির সদস্য কবির হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার ময়নাকে (৩৪) উত্ত্যক্ত করে আসছিলেন সিরামিক্স এলাকার আহসান উল্লাহ। এর প্রতিবাদ করায় গত মঙ্গলবার রাতে সিরামিক্স বাজার এলাকায় মৌসুমী আক্তার ও তার স্বামী কবির হোসেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বখাটে আহসান উল্লাহ ও তার সহযোগীরা। একই জায়গায়, বখাটেদের উৎপাতে চরম আত্মাভিমানে একটি চিরকুট লিখে বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেন শিলা। সে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া শ্যামা প্রসাদ (এসপি) হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। তার বড় ভাইয়ের বন্ধুই তাকে উত্ত্যক্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এদিকে, কুমিল্লায় স্ত্রীর হাত-পা বেঁধে গায়ে অকটেন ঢেলে পুরিয়ে মেরেছে তার স্বামী সাজ্জাদ।

সম্প্রতি দেশে সামাজিক ও পারিবারিক অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে। বেড়েছে নৃশংসতাও। দাম্পত্য কলহের জেরে স্বামী খুন করছে স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। সন্তানের হাতে খুন হচ্ছেন বাবা-মা। সম্পত্তি নিয়ে বড়দের শত্রুতার বলি হচ্ছে শিশুরা। তুচ্ছ ঘটনার জেরে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। আর এসব ঘটনা যাচাই করে দেখা গেছে, এসবের সবচেয়ে বেশি শিকার হচ্ছে নারী ও শিশুরাই। মাদকসেবী ও বখাটেদের অত্যাচারে স্কুল-কলেজগামী মেয়েরা অনেকেই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। শিশুদের ওপর পৈশাচিকতা যেন উত্তরোত্তর।

এ সকল ঘটনা বাড়ার পিছনে কারণ হিসেবে সমাজচিন্তক, মানবাধিকারকর্মী ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, মূল্যবোধের অবক্ষয় এবং মানুষের নীতি-নৈতিকতা হ্রাস পাওয়াই সামাজিক অপরাধ বৃদ্ধির জন্য দায়ী। আইনের যথাযথ প্রয়োগ না হওয়াও একটি বড় কারণ। একই সঙ্গে সারা দেশে মাদকের অবাধ বিস্তারও সামাজিক অপরাধ বাড়াচ্ছে। এছাড়া সুস্থ বিনোদনের অভাব, বেকারত্ব, পারিবারিক শিক্ষার অভাব, দাম্পত্য কলহ ও স্বামী-স্ত্রীর প্রতি বিশ্বাসহীনতা, মোবাইল ফোন, ইন্টারনেট, আকাশ সংস্কৃতির কুপ্রভাবকেও দায়ী করেন তারা।

এক্ষেত্রে সমাজ ও মনোবিজ্ঞানীরা বলছেন, সরকারের অবহেলায় সামাজিক অবক্ষয়ের কারণে এসব ঘটনা দিন-দিন বাড়ছে। আবার কার্যকর বিচারব্যবস্থার অভাবে অপরাধীরা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সামাজিক ও পারিবারিক অপরাধ প্রতিরোধে ব্যর্থ হলে তা একসময় মহামারী রূপ ধারন করবে বলে মনে করেন তারা।

বাংলা ইনসাইডার/আরএ/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭