ইনসাইড বাংলাদেশ

সিনহার ইস্যুতে ভারত অসন্তুষ্ট?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2017


Thumbnail

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়ার বিষয়টি ভারত সরকার ও ভারতীয় গণমাধ্যম নেতিবাচক ভাবে নিয়েছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ঢাকায় এরকম বার্তা পাঠিয়েছেন।

এক জরুরি বার্তায় সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, ভারতের কিছু গণমাধ্যম বিষয়টিকে ‘সংখ্যালঘু নিপীড়ন’ হিসেবে চিত্রিত কেরার চেষ্টা করছে। তারা বলতে চাইছে,‘ হিন্দু প্রধান বিচারপতি হবার জন্যই তাঁকে হেনস্তা করা হয়েছে। তিনি এটাও শঙ্কা করছেন যে, বিজেপি সরকারের একটি অংশও বিষয়টি ভালোভাবে নেয়নি। ইনফরমালি কয়েকজন, তার কাছে ঘটনার নেপথ্যের কথা জানতে চেয়েছেন।

বাংলাদেশের হাইকমিশনার বলেছেন, ভারতের সঙ্গে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিহনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রধান বিচারপতি থাকাকালীন সময়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭