ইনসাইড বাংলাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2017


Thumbnail

বাংলাদেশের একমাত্র রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় এটি। খুলনা মহানগরী থেকে তিন কিলোমিটার পশ্চিমে, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ময়ূর নদীর পাশে গল্লামারীতে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। খুলনা বিভাগসহ দেশের উচ্চ শিক্ষার্থে বিশ্ববিদ্যালয়টি ভূমিকা রেখে যাচ্ছে। বলছি খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফরম ইতিমধ্যে ছাড়া হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর। শিক্ষার্থীদের সুবিধার্থে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ও ভর্তি প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলোঃ

ভর্তি কার্যক্রম

খুলনা বিশ্ববিদ্যালয়ে মোট তিনটি ইউনিটের অধীনে পরীক্ষা হবে।

এ ইউনিট

এই ইউনিটে দুইটি স্কুলের অধীনে পরীক্ষা হয়ে থাকে। এই দুটি স্কুলে মোট ৬৭৫টি আসন রয়েছে। এই ইউনিটে গণিত,পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজী ও জীববিজ্ঞান/বিশ্লেষণী দক্ষতায় এমসিকিউ পরীক্ষা হবে। 

বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল

এই স্কুলের অধীনে স্থাপত্য,কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীন পরিকল্পনা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পরিসংখ্যান ইত্যাদি বিভাগ রয়েছে।

জীববিজ্ঞান স্কুল

এই স্কুলের অধীনে এগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, ফার্মেসী, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট বিভাগ রয়েছে।

বি ইউনিট

বি ইউনিটে কলা ও মানবিক স্কুল, আইন স্কুল ও চারুকলা ইনস্টিটিউট রয়েছে। এই ইউনিটে বাংলা,ইংরেজী ও সাধারণ জ্ঞানে এমসিকিউ পরীক্ষা হবে। 

কলা ও মানবিক স্কুল

ইংরেজি, বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস ও সভ্যতা বিভাগগুলো রয়েছে।

আইন স্কুল

এই স্কুলে আইন ও বিচার বিভাগ রয়েছে।

চারুকলা ইন্সটিটিউট

এই ইনস্টিটিউটে ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং ও ভাস্কর্য বিভাগ রয়েছে।

সি ইউনিট

ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং সামাজিক বিজ্ঞান স্কুল রয়েছে এই ইউনিটে। ইংরেজী, সাধারণ জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, গাণিতিক সমস্যার সমাধান ও বাংলায় এমসিকিউ পরীক্ষা হবে।

ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল

ব্যবসায় প্রশাসন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ রয়েছে এই স্কুলের অধীনে।

সামাজিক বিজ্ঞান স্কুল

অর্থনীতি,সমাজবিজ্ঞান,ডেভেলপমেন্ট স্টাডিজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ রয়েছে এই স্কুলের অধীনে।

ভর্তি প্রস্তুতি

বাংলা

গদ্য বা পদ্যের মূল বিষয়, গদ্য লেখক পরিচিতি, তার সাহিত্যকর্ম, জীবনী ইত্যাদি বিষয় জানতে হবে। ব্যাকরণ অংশের জন্য ভাষা, বাংলা ভাষা, ব্যাকরণ, শব্দ, কারক, সমাস, সন্ধি, বিভক্তি, বচন, বাক্য সংকোচন, বাগধারা, উপসর্গ, অনুসর্গ বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

ইংরেজি

Parts of speech, Article, Tense, Voice, Narration, Correction, Right form of verbs, Translation, synonym, antonym, Transformation of sentences, Joining sentence, Comprehension প্রভৃতি বিষয় ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি ইংরেজ কবি ও সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম, লেখার বিষয়, উদ্ধৃতি ইত্যাদি খুঁটিনাটি বিষয়ও মনে রাখতে হবে।

সাধারণ জ্ঞান

বাংলাদেশ অংশের জন্য দেশের ভূ-প্রকৃতি, আয়তন, শিক্ষা, অর্থনীতি, সমাজ, রাজনীতি, উল্লেখযোগ্য স্থাপনা ও স্থপতির নাম, প্রশাসনিক কাঠামো, চলচ্চিত্র, বিশিষ্ট ব্যক্তিত্ব, খেলাধুলা, আবহাওয়া, সংবিধান, মুক্তিযুদ্ধ প্রভৃতি বিষয় জানতে হবে। আন্তর্জাতিক অংশের জন্য জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা, স্থাপনা, স্থাপত্য, স্থপতি, নোবেল পুরস্কার, বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজধানী, মুদ্রা, ভাষা ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

গণিত

গণিতে সেট, ফাংশন, অমূলদ-মূলদ সংখ্যা, বিন্যাস, সমাবেশ, ত্রিকোণমিতি ও ক্যালকুলাসে অধিক গুরুত্ব দিতে হবে। প্রতিটি অধ্যায়ের সূত্র মুখস্ত থাকতে হবে। দ্রুত গণিত সমাধান করার টেকনিকও শিখতে হবে।

পদার্থ বিজ্ঞান

প্রথমপত্র থেকে গতির সূত্র, মহাকর্ষ ও অভিকর্ষ, স্থিতিস্থাপকতা, তাপ, গতিবিদ্যা, ভেক্টর ও স্কেলার রাশি, বেগ, ত্বরণ, বল ও বলের প্রকারভেদ, মাত্রা ও বিভিন্ন পদ্ধতিতে একক ইত্যাদি পড়তে হবে। দ্বিতীয়পত্র থেকে স্থিরবিদ্যুৎ, বিদ্যুৎপ্রবাহের তাপীয় ও রাসায়নিক ক্রিয়া, চৌম্বক পদার্থ, আলোর প্রতিফলন, প্রতিসরণ, ইলেক্ট্রন, প্রোটন, পরমাণুসহ ইলেক্ট্রনের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্রাবলী, ঘটনা ও কারণ, প্রভাব, পার্থক্য, গাণিতিক সমস্যার সমাধান ইত্যাদি পড়তে হবে।

রসায়ন

উচ্চমাধ্যমিক মূল পাঠ্যবইয়ের মধ্যে থেকে পদার্থের বিভিন্ন অবস্থা, পর্যায় সারণী, রাসায়নিক গণনা, জারণ-বিজারণ, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া, প্রতীক, সংকেত, যোজনী, গাঠনিক সংকেত, আণবিক সংকেত, রাদারফোর্ড, বোরের পরমাণু মডেল বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে।

জীববিজ্ঞান

উদ্ভিদবিজ্ঞান থেকে পাঠ্যবইয়ের সব অধ্যায়ের গুরুত্বপূর্ণ আবিষ্কার, আবিষ্কারকের নাম, প্রয়োজনীয় সংজ্ঞা, উদাহরণ, পার্থক্য, উদ্ভিদের শ্রেণীবিন্যাস, মূল, পাতা, গোত্র পরিচিতি, সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রস্বেদন, টিস্যু, টিস্যুতন্ত্র বিষয়গুলো পড়তে হবে। প্রাণীবিজ্ঞান অংশের ম্যালেরিয়ার জীবাণু, হাইড্রা, দেহপ্রাচীর, কলা, কোষ, প্রাণীর বৈজ্ঞানিক নাম, পরিপাকতন্ত্র, রক্ত ও রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, পেশিতন্ত্র, প্রাণীর প্রজননতন্ত্র ইত্যাদি বিষয় পড়তে হবে।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭