ইনসাইড বাংলাদেশ

ল্যাব এইড এমডিকে দুদকে জিঙ্গাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2017


Thumbnail

ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচায্য গণমাধ্যমকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে শামীম তার বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দেন। একইসঙ্গে তার কাছ থেকে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র চাওয়া হয়। তিনি তা দুদকে দাখিল করবেন বলে জানিয়েছেন।’

একাধিক সূত্রে জানা গেছে, ডা. এ এম শামীম তারেক জিয়ার বিজনেস পার্টনার এবং যুক্তরাজ্যে তারা পার্টনারশিপে একটি বিশ্ববিদ্যালয় খুলেছিলেন। এছাড়াও বিদেশে তারেক জিয়ার বিলাসবহুল জীবন জাপনে যে টাকার প্রয়োজন হয়, সেই টাকা প্রেরণকারীদের একজন ডা. এ এম শামীম।

ডা. শামীমের বিরুদ্ধে অভিযোগ, তিনি রোগীদের কাছ থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা গ্রহণ করেছেন এবং গ্রুপের একই মেশিনারিজ বিভিন্ন ব্যাংকে বন্ধক দেখিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ঋণ নিয়েছেন।

বাংলা ইনসাইডার/আরএ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭