ইনসাইড গ্রাউন্ড

রংপুরে ব্রেন্ডম ম্যাককালাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2017


Thumbnail

এবারের বিপিএলে বদলে যাচ্ছে অনেক নিয়ম। তার মধ্যে এবার বিপিএলের ৫ম আসরে, চার বিদেশীর বদলে পাঁচ জন করে বেদেশী ক্রিকেটার খলেতে পারবে প্রতি দলে। আর সেই সুবিধা ভালোভাবেই নিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। প্রতিটি দলই দলে ভেড়াচ্ছে বা ভিড়িয়েছে বিদেশি ক্রিকেটারদের। আর সেই দিক থেকে এগিয়ে আছে রংপুর রাইডার্স।

কয়েক দিন আগেই ক্রিস গেইল এবং মালিঙ্গাকে দলে টেনেছে রংপুর। এবার ক্রিস গেইলের পর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। তাকে দলভুক্ত করার বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছে রংপুর।

ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক জানান, ‘চলতি মৌসুমে ম্যাককালামকে নিশ্চিত করেছি আমরা। তবে তাকে আমরা শুরু থেকে পাচ্ছি না। আগামী ১৫ নভেম্বর সে আমাদের দলের সঙ্গে যোগ দিবেন। সবকিছু ঠিক থাকলে রংপুর রাইডার্সের হয়ে ৯টি ম্যাচ খেলার কথা রয়েছে তার।’

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল। শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগে বাদ পড়েছে বরিশাল বুলস, নতুন দল হিসেবে দেখা যাবে সিলেট সিক্সার্সকে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ-সহ শুরুর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


বাংলা ইনসাইডার/ডিআর


 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭