ইনসাইড বাংলাদেশ

সিনহার ব্যক্তিগত চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2017


Thumbnail

বিচারপতি মো. জয়নুল আবেদিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুর্নীতির তদন্ত বন্ধ করতে চিঠি পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। তৎকালীন ডেপুটি অরুনাভ চক্রবর্তীর চিঠিটি পাঠিয়েছিলেন। এ সংক্রান্ত নথি দাখিল করা হয়েছে হাইকোর্টে। নথিতে বলা হয়, এমন চিঠি দেওয়ায় অরুনাভ চক্রবর্তীর তিন বছরের সাজা চেয়েছে দুদক।

এর আগে, গত ৯ অক্টোবর একটি রুল জারি করেন হাইকোর্ট, যেখানে জানতে চাওয়ায় হয়, আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান না করতে, সুপ্রিম কোর্ট প্রশাসনের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না।

ওই রুলে একই সাথে ১০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী, দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও সাবেক বিচারপতি জয়নুল আবেদীনকে এই রুলের জবাব দিতে বলা হয়।

জানা গেছে, আপিল বিভাগের অন্য বিচারপতিদের সঙ্গে কোনো আলাপ না করেই জয়নুল আবেদিনের বিরুদ্ধে দুদকের তদন্ত বন্ধের নির্দেশ দিতে চিঠি পাঠাতে বলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তাই চিঠিটি সুপ্রিম কোর্টের নয় সিনহার ব্যক্তিগত। আর বিচারপতি সিনহার নির্দেশে চিঠি পাঠান।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্‌হা ছুটি নেওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে আছেন অবদুল ওয়াহ্‌হাব মিঞা। তিনি দায়িত্ব নেওয়ার পর আদালত প্রশাসনের ১০ উচ্চপর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে আছে অরুনাভ চক্রবর্তী।

বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭