ইনসাইড গ্রাউন্ড

প্রয়োজন মানসিকতা পরিবর্তনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2017


Thumbnail

বাংলাদেশ ঘরের মাটিতে এখন বড় দল, এটা যেকোন দল মেনে নিবে। কিন্তু আমরা যখন বিদেশে যাই তখন আমাদের টার্গেট থাকে ভালো করার। এই ভালো দুই রকম হতে পারে, একটা জয়ের জন্য খেলা অন্যটা নিরাপদে থেকে সম্মানজনক হার।

সবশেষ টেস্ট সিরিজে আগে বল করার কারন, ম্যাচগুলাকে লম্বা করা। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে অস্ট্রেলিয়া আর শ্রীলংকা সেষ দুই সিরিজে ০-৫ ব্যবধানে হেরেছিলো। অবশ্যই বাংলাদেশ ০-৩ হলে সেটা অষ্টম আশ্চর্য হবেনা। কিন্তু কিছুটা নিরাপদ ক্রিকেট খেলে যদি পরাজয়ের ব্যবধান কমানো যায়। তবে টাইগাররা বলতেই পারে পর পর দুই ম্যাচে ২৭৮ আর প্রায় আড়াইশো করা নিশ্চয়ই বাজে ব্যাটিং না যেখানে অস্ট্রেলিয়া, শ্রীলংকা দুইশ রানের নীচেও অল আউট হয়েছে!

এভাবে ভাবার কারন আগের সিরিজগুলার সঙ্গে তুলনামূলক বিচারে এগিয়ে রাখা এই সফরকে। কিন্তু এভাবে কিছু অর্জন করা যায়না! সাড়ে তিনশো রানের উপর তাড়া করে খেলা যেকোন দলের জন্যেই কঠিন আর বাংলাদেশের জন্য আরো বেশি। কিন্তু তার মানে কি হারার আগেই হার মেনে নেয়া? দ্বিতীয় ওয়ানডেতে ওভার প্রতি আটের নীচে রান রেট দরকার ছিলো, দুই উইকেট পড়ার পরেও অন্তত ছয় বা সাত করে নেয়া যেত কারন উইকেট খুবই ভালো ছিলো। কিন্তু টাইগাররা খেললো কিভাবে, ডট বল ডট বল এবং ডট বল! এভাবে খেলে বাংলাদেশ সর্বোচ্চ কতদূর যেত? তিনশো? সেটাও তো ওই পরাজয়ই।

দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দেশে আমরা কি লক্ষ্য নিয়ে যাই, জয় হার এড়ানো নাকি ভালো করা?
খেলা দেখে মনে হয় ‘টাইগারদের লক্ষ্য সম্মানজনক পরাজয়, তারপর ওরা আমাদের দেশে আসুক তখন দেখিয়ে দিবো! তবে আরেকটা বিষয়ও আছে, এতো লম্বা সময় পর পর এসব দেশে সফর হয় যে কালেভাদ্রে পাওয়া এই একটা সিরিজ নিয়ে বিশেষ পরিকল্পনা করে কি লাভ?

মোদ্দা কথা হারুক, কিন্তু এভাবে কেন? অন্তত চোখে চোখ রেখে লড়ুক! পজিটিভ ক্রিকেট খেলে হারুক। কিন্তু না প্রতিবারই দেশের বাইরে সিরিজ খেলে দেশে ফিরে একটা কথা সবার মুখে, ‘আগের চেয়ে এই সফর ভালো হয়েছে’। একই কথা নিউজিল্যান্ড সফরেও আমরা শুনেছি, হয়তো এবারো শুনবো।


বাংলা ইনসাইডার/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭