ইনসাইড গ্রাউন্ড

টাইগারদের ম্যাচ ফি তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2017


Thumbnail

ক্রিকেটে জাতীয় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতি ম্যাচেই ফি প্রতি খেলোয়াড়ের জন্য বরাদ্দ থাকে। জাতীয় পর্যায়ে সেটা নিজ নিজ দেশের মুদ্রামানে হলেও আইসিসির বৈশ্বিক প্রতিযোগিতা গুলোতে সেটা হয় ডলারে।

যে কয়েকটি দেশ ক্রিকেট খেলে তাদের মধ্যে শচীয়ে ধনী ক্রিকেট বোর্ড হচ্ছে ভারতের। এরপর আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আর সেদিক থেকে দেখলেও খেলোয়াড়দের ম্যাচ ফির হিসেবে ভারতের খেলোয়াড়দেরই ম্যাচ ফ্রি সবচেয়ে বেশি। ভারতের একজন খেলোয়াড় টেস্ট ম্যাচ প্রতি পেয়ে থাকেন ২৩,৩৮০ ডলার, ওয়ানডেতে ৯,৩৫২ এবং টি-টুয়েন্টিতে ৪,৬৭৬ ডলার।

এরপর আছেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। তারা টেস্ট প্রতি পান ১৯,৭০০ ডলার, ওয়ানডেতে ৬,৬০৫ এবং টি-টুয়েন্টিতে ৫,২৮৪ ডলার। এরপর আছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। তারা বোর্ডের সঙ্গে চুক্তি মোতাবেক টেস্টে পান ১২,৩৩৯-১৭,২৭৫ ডলার, ওয়ানডেতে ৫,৪৮৪ এবং টি-টুয়েন্টিতে অজি খেলোয়াড়রা পান ৩.৯১৭ ডলার।

সেরা তিনের কথা বিবেচনা করলে খুব বেশি পাননা নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। টেস্টে তারা পান ৬,০৯৯, ওয়ানডেতে ২.৫১০ ও টি-টুয়েন্টিতে ১,৭৯৩ ডলার। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও প্রায় কাছাকাছিই পেয়ে থাকেন নিউজিল্যান্ডের খেলোয়াড়দের। ডেল স্টেইনরা টেস্টে পান ৬,৯২৫, ওয়ানডেতে ২,৩০০ এবং টুয়েন্টিতে ৯১১ ডলার।

ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা টেস্টে পেয়ে থাকেন ৫,৭৫০, ওয়ানডেতে ২,৩০০ এবং টি-টুয়েন্টিতে ১,৭৩৫ ডলার। আর শ্রীলংকার ক্রিকেটাররা টেস্টে পান ৫,০০০, ওয়ানডেতে ৩,০০০ ও টি-টুয়েন্টিতে ৩,০০০ ডলার।

অন্যদিকে বাংলাদেশের খেলোয়াড়রা সেরা তিন দলের হিসেবে ম্যাচ ফি পান খুবই নগণ্য। টেস্টে টামিম-সাকিবরা পেয়ে থাকেন মোটে ৪,৩০০ ডলার, ওয়ানডেতে ২,৫০০ এবং টি-টুয়েন্টিতে ১,২৫০ করে। ধনী ক্রিকেট বোর্ড গুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা। বেশ পরিষ্কার ভাবেই সেটা ম্যাচ ফির পরিমাণের দিকে লক্ষ্য করলে দেখা যায়।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭