ওয়ার্ল্ড ইনসাইড

হিমালয়ের সুরক্ষিত এলাকা অতিক্রমের শঙ্কা চীন-নেপাল রেলপথের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/06/2021


Thumbnail

বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের মাউন্ট কোমোল্যাং ন্যাশনাল পার্কের সুরক্ষিত এলাকা দিয়ে চীন ও নেপালের মধ্যে বহুল প্রত্যাশিত রেলপথের কিছু অংশ রাখার পরিকল্পনার কথা জানিয়েছে এই প্রকল্পের সঙ্গে জড়িত জ্যেষ্ঠ একজন প্রকৌশলী।

দুই দেশের সীমান্ত জুড়ে ১০০০ কিলোমিটার রেলপথের জন্য ছয়টি রুটের প্রস্তাব দেওয়া হয়। তার মধ্যে চীনা বিশেষজ্ঞরা একটি রুট পছন্দ করেছে বলে খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

গত বুধবার (২৩ জুন) ওই রেলপথের ব্যাপারে একটি জার্নালে লেখা বের হয়েছে। তাতে বলা হয়েছে, রেলপথটিতে ৩০ কিলোমিটার সুড়ঙ্গ থাকবে মাউন্ট কোমোল্যাং ন্যাশনাল পার্কের সুরক্ষিত এলাকার ভিতর দিয়ে।

সুড়ঙ্গের এক-তৃতীয়াংশের বেশি ন্যাশনাল পার্কের অত্যন্ত সুরক্ষিত এলাকার ভেতরে পড়বে। তবে সেই সুড়ঙ্গ পুরোপুরি মাটির নিচে হবে বলে জানিয়েছে চীনা প্রকৌশলী লিয়াং ডং।

চীন ও ভারতের কাছে নেপাল একটি কৌশলগত অঞ্চল। ভারত রেলপথ তৈরির এই প্রকল্পের বিরোধিতা করে আসছে। ভারত-নেপালের বাণিজ্য ২০১৯ সালেই আট বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। অন্যদিকে নেপাল-চীন বাণিজ্য একই সময়ে মাত্র ২০ মিলিয়ন ডলারে উন্নীত হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭