ইনসাইড বাংলাদেশ

ইউনেসকো পুরস্কার পেলেন সমীর সাহা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2017


Thumbnail

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রতিথযশা অনুজীববিজ্ঞানী ড. সমীর সাহা। তাঁর সঙ্গে যৌথভাবে ২০১৭ সালের ‘কার্লোস জে ফিনলে ইউনেসকো প্রাইজ ফর মাইক্রোবায়োলজি’ পুরস্কার পেয়েছেন পাকিস্তানের অনুজীববিজ্ঞানী শাহিদা হাসনাইন। বিশেষজ্ঞ জুরিদের মতামতের ভিত্তিতে ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা সম্প্রতি এই পুরস্কার ঘোষণা করেন।

সমীর সাহা ঢাকা শিশু হাসপাতালের অনুজীব বিভাগের প্রধান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইলন্ড হেলথ এর চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।

বাংলাদেশে শিশুরোগ প্রতিষেধক গবেষণায় অগ্রগী ভূমিকা পালন করছেন সমীর সাহা। দেশে মেনিনজাইটিসের জন্য দায়ী দুই ব্যাকটেরিয়ার জন্য ভ্যাকসিনের প্রচলনে তিনি প্রধান ভূমিকা পালন করেন। ওই ভ্যাকসিন প্রচলনে দেশের শিশুস্বাস্থ্যে সরাসরি ইতিবাচক ফলাফল পাওয়া যায়। এছাড়া নিউমোনিয়া সংশ্লিষ্ট কয়েকটি রোগের প্রতিষেধকের গবেষণা পরিচালনা করেন সমীর সাহা।

অপর দিকে অধ্যাপক শাহিদা হাসনাইন পাকিস্তানের ইউনিভার্সিটি অব পাঞ্জাবের মাইক্রোবায়োলজি ও মলিকুলার জেনেটিক্স বিভাগের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। জলবায়ু, কৃষি এবং চিকিৎসা সংশ্লিষ্ট অনুজীব গবেষণায় গুরুত্ব ভূমিকা পালন করেছেন তিনি।

চলতি বছরের ৬ নভেম্বর ইউনেসকোর ৩৯ তম সাধারণ সভায় ড. সমীর সাহা এবং অধ্যাপক শাহিদা হাসনাইনকে পুরস্কৃত করা হবে। বিশ্বের ১৯৫ দেশের অংশগ্রহণে এবারের ইউনেসকো সম্মেলন চলবে ৩০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।

অনুজীব বিজ্ঞানে অসামান্য কীর্তি এবং এই বিদ্যার প্রয়োগে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে ‘কার্লোস জে ফিনলে ইউনেসকো প্রাইজ ফর মাইক্রোবায়োলজি’ পুরস্কার দেওয়া হয়। এর অর্থমূল্য ১০ হাজার মার্কিন ডলার। একাধিক ব্যক্তি পুরস্কার পেলে পুরস্কারের অর্থমূল্য তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

ইউনেসকোর ঘোষণাটি দেখতে চাইলে ক্লিক করুন: https://en.unesco.org/news/shahida-hasnain-pakistan-and-samir-saha-bangladesh-receive-carlos-j-finlay-unesco-prize


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭