ইনসাইড এডুকেশন

পাবিপ্রবির ভর্তি প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/10/2017


Thumbnail

পাবনায় অবস্থিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। পাবনা শহরের ৫ কিলোমিটার পূর্ব দিকে রাজাপুর নামক স্থানে ঢাকা-পাবনা মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ৩০ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছে। বলছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৭ অক্টোবর। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলো:  

ভর্তি কার্যক্রম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ১,এ২,বি ও সি এই চারটি ইউনিটে পরীক্ষা হয়। এই চারটি ইউনিটের অধীনে তিনটি অনুষদ রয়েছে।

 ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

এই অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ রয়েছে। মোট ২৭০টি আসন রয়েছে এই অনুষদে।

বিজ্ঞান এবং জীব ও ভূবিজ্ঞান

এই অনুষদের অধীনে গণিত, পদার্থবিজ্ঞান, ফার্মেসী, রসায়ন, পরিসংখ্যান এবং ভূগোল ও পরিবেশ বিভাগ রয়েছে। এই ছয়টি বিভাগে মোট ২৬০টি আসন রয়েছে।

বিজনেস স্টাডিজ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান

এই অনুষদের অধীনে ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, বাংলা, সমাজকর্ম,ইংরেজি, লোকপ্রশাসন, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ রয়েছে।

ভর্তি প্রস্তুতি

১। আগের বছরের প্রশ্নগুলোর মতোই প্রশ্ন হয় । তাই বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে।

২। বাংলা গদ্য ও কবিতার সম্পূর্ণ অংশ মূল টেক্সট বই থেকে ভালোভাবে পড়তে।

৩। প্রচুর মডেল প্রশ্ন সমাধান করতে হবে।

৪। ইংরেজির জন্য গ্রামার ও সাহিত্যিক সাইড উভয়ই সমান জোর দিয়ে পড়তে হবে।

৫। টপিকস রিলেটেড ম্যাথ এবং সূত্রের প্রয়োগ গুলো বারবার দেখতে হবে।

৬। সময় থাকবে খুবই কম। তাই কম সময়ে গণিত সমাধান করার কৌশল শিখতে হবে।

৭। বেসিক বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে। এজন্য গণিত, ইংরেজি ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের বেসিক বিষয়গুলো জানতে হবে।

৮। বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর জন্য মেইন বই পড়তে হবে।

৯। সাম্প্রতিক সাধারন জ্ঞান পারার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড পড়তে হবে।

১০। অনেক ভর্তি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাই নেগেটিভ মার্কিং বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এজন্য নিশ্চিত না হয়ে উত্তর না করাই শ্রেয় হবে।  


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭