ইনসাইড এডুকেশন

চুয়েটের ভর্তি প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2017


Thumbnail

বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্রগ্রাম জেলায় বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। এর পূর্বতন নাম ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি), চট্টগ্রাম এবং তার পূর্বে চট্টগ্রাম প্রকৌশল কলেজ। বর্তমান নাম চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নির্ধারিত হয়েছে আগামী ১ নভেম্বর। পরীক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি কার্যক্রম ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলোঃ

বিভাগ ও আসনঃ
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং- ১৩০, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং-১৩০, ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং-১৩০, ইলেক্ট্রনিকস এ্যান্ড টেলিকমিনিকেশন ইঞ্জিনিয়ারিং-৩০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-১৩০, পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং-৩০, সিভিল এ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং-৩০, মেকাট্রনিক্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং- ৩০, আর্কিটেকচার-৩০ এবং আরবান এ্যান্ড রিজিওনাল প্ল্যানিং-৩০ টি আসন রয়েছে। সর্বমোট ৭০০টি আসন রয়েছে। এছাড়া রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি, পার্বত্য চট্রগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের জন্য ১০টি সহ মোট ১১টি আসন সংরক্ষিত রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এমসিকিউ থাকবে না। পরীক্ষা হবে গণিত,পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে লিখিত ৩ ঘন্টা। এরপর মুক্তহস্তে অংকন থাকবে ২ ঘন্টা।

গণিত
গণিতের প্রশ্নগুলো টেক্সট বই থেকেই বেশি থাকবে। আবার এমনও দেখা যায়, কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হয়। সুতরাং মূল বই ভালোভাবে পড়া থাকলে গণিতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।
গণিতে ভালো করার জন্য বেশিবেশি অনুশীলনের কোনো বিকল্প নেইবলবিদ্যার অঙ্কগুলো বুঝে করতে হবে। পাশাপাশি ক্যালকুলাসের সূত্রগুলো মনে রাখতে হবে। । Integration, Probability, Limit, বিন্যাস-সমাবেশ, জটিল সংখ্যার আর্গুমেন্ট, স্থিতিবিদ্যা (বিশেষত লামির উপপাদ্য ও বল ত্রিভুজ-সম্পর্কিত সমস্যা) ইত্যাদি গুরুত্বপূর্ণ।

পদার্থবিজ্ঞান
ভেক্টর, দ্বিমাত্রিক গতি, মহাকর্ষ, শব্দের বেগ, পৃষ্ঠটান, তুল্য রোধ (বিশেষত শর্ট সার্কিটসহ সমস্যা), তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, আলোর প্রতিসরণ ও প্রিজম ইত্যাদিতে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে গতিবিদ্যাসহ প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় পত্রে চুম্বক, তড়িৎশক্তি, আলো এসব অধ্যায় থেকে প্রায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন থাকে। বইয়ের প্রতিটি অধ্যায়ের খুঁটিনাটি বিষয় মনোযোগসহকারে এবং অবশ্যই বুঝে পড়তে হবে। থিওরিগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।

রসায়ন
বিক্রিয়াগুলো বারবার লিখে চর্চা করতে হবে এবং ভাল করে বুঝতে চেষ্টা করতে হবে। । দ্বিতীয় পত্রে প্রচুর বিক্রিয়া,পরীক্ষাগার প্রস্তুতি, শিল্পোৎপাদন, সংকেত, রূপান্তর পড়তে হবে। হাইড্রোকার্বন,অ্যালকোহল, জারণ বিজারণ, অম্ল ক্ষারক সাম্যাবস্থা ইত্যাদি ভালোভাবে চর্চা করতে হবে।

ইংরেজি
ইংরেজিতে ভালো করতে হলে অবশ্যই Vocabulary তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। গ্রামার এ Tense, Parts of speech, Right Form of Verb, Article, Narration, synonym, antonym, Voice, Preposition, Phrase and Idioms ইত্যাদি সমাধান করার পাশাপাশি ভালো কোনো গ্র্যামার বই থেকে ওই বিষয়গুলো আরও বিস্তারিত পড়তে হবে।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭