ওয়ার্ল্ড ইনসাইড

ফের নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/07/2021


Thumbnail

নেপালের ইতিহাসে ৫ম বারের মত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বর্তমান বিরোধী দলের নেতা শের বাহাদুর দেউবা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ানো প্রস্তুতি শুরু হয়ে গেছে।

সোমবার (১২ জুলাই) আদালত নির্দেশ দেয় ২৮ ঘণ্টার মধ্যে তাকে প্রধানমন্ত্রীর পদে বহাল করতে হবে। তাছাড়া বিলুপ্ত পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারিকে নির্দেশ দেওয়া হয়। 

আদালতের বেঁধে দেওয়া সময়ের আগেই নতুন প্রধানমন্ত্রীর শপথ পড়ানো হবে। তবে তাকে প্রধানমন্ত্রী পদে টিকে থাকতে হলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে হবে। 

বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কেপি শর্মা অলি। তিনিই রাজনৈতিক কৌশলে পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭