ইনসাইড সাইন্স

সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/07/2021


Thumbnail

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ এক সুযোগ। ফেসবুকে সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ঘোষণা করা হয়েছে পুরস্কার।

গত বুধবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এই ঘোষণা করেন।

তিনি বলেন, ফেসবুককে মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সেরা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। এই লক্ষ্যে নতুন একটি প্রোগ্রাম তৈরির কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এতে বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করা হবে। ২০২২ সালে যারা ফেসবুক ও ইনস্টাগ্রামে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করতে এই অর্থ ব্যয় করা হবে।

জাকারবার্গ আরও বলেন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ ধরনের ঘোষণা ফেসবুকের জন্য নতুন কিছু নয়। এর আগেও এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ ধারা অব্যাহত রাখতে চায় ফেসবুক। এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭