ইনসাইড এডুকেশন

এনটিআরসিএ’র ৫৪ হাজার শিক্ষকের ফল প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/07/2021


Thumbnail

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে এনটিআরসিএর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে।

প্রার্থীরা ntrca.gov.bd বা ngi.teletalk.com.bd ওয়েব ঠিকানায় গিয়ে ফল জানতে পারবেন। এছাড়া চাকরি প্রত্যাশীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে বলে এনটিআরসিএ জানিয়েছে।

মামলা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল তৃতীয় ধাপের এই ফল। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য এ বছর ৩০ মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে এমপিওভুক্ত পদ ছিল ৪৮ হাজার ১৯৯টি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭