কালার ইনসাইড

উই আর রেডি


প্রকাশ: 17/07/2021


Thumbnail

সালটা ২০০৪ কি ২০০৫ হবে।

ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে গিয়েছিলো স্কুলপড়ুয়া তারেক। চাঁদরাতে গ্রামের বাজার থেকে সিডি ভাড়া করে বাড়ির সবাইকে নিয়ে দেখতে বসেছিলেন। ভিসিডি ভাড়া করে আনার খবরে আশেপাশের বাড়ির প্রতিবেশীরাও তারেকের নানা বাড়িতে বেশ ভীড় জমিয়েছে। যথারীতি সিনেমা শুরু হলো। সিনেমার নায়ক আলেকজান্ডার বো আর নায়িকা চরিত্রে সেই সময়ের হার্টথ্রব লাস্যময়ী পলি।

সিনেমা চলতে চলতে কিছুক্ষণ পরেই একটা দৃশ্যে এসে রুমের সবাই কিছুটা বিব্রত। কারন কোনো এক ইংরেজি পর্ণ ছবি থেকে দৃশ্য কেটে জুড়ে দেওয়া হয়েছে তারেকের ভাড়া করে আনা সিডির ডিস্কের ভেতরে। এদিকে আগত প্রতিবেশীরা একে অন্যের দিকে তাকাচ্ছে। কিছু না ভেবেই রুম ছেড়ে দৌড়ে বেরিয়ে গেলো তারেক।

এরপর থেকে সিনেমা হল দূরে থাক, বাংলা সিনেমা দেখার কথা ভুলেও মাথায় আনে না তারেক। অশ্লীলতায় ভর করে বলতে গেলে এক প্রকার ডুবতে বসলো ঢাকাই সিনেমা।

কালের স্রোতে আস্তে আস্তে এদেশীয় মানসম্পন্ন টেলিভিশন নাটকের উপরে ভর করে একটি শক্ত অবস্থানে এসে দাঁড়িয়েছে আমাদের এই ইন্ডাস্ট্রি। নাটকের পাশাপাশি বাংলা সিনেমাতেও এসেছে পরিবর্তন। সাকিব, সিয়াম, শুভ, চঞ্চল আর মোশাররফ করিমদের এই যুগে আমরা বেশকিছু ভালো বাংলা সিনেমাও পেয়েছি। কিন্তু দুনিয়া অতোদিনে এগিয়ে গিয়েছে অনেক দূর।

বর্তমান সময়কে বলা হয়ে থাকে ওটিটি প্ল্যাটফর্মের বিকাশের যুগ। বৈশ্বিক প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের উত্থানের সাথে সাথে অ্যামাজন প্রাইম, অ্যাপল টিভি, ডিজনি, হটস্টার, আড্ডাটাইমসসহ অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে আমাদের পার্শবর্তী দেশেও। কিছুদিন আগেও আমরা শুধুই আক্ষেপের সাথে তাদের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে অসাধারণ সব কন্টেন্ট দেখতাম আর আফসোস করতাম যে যদি আমাদের কন্টেন্টের গুন ও মান ওদের মতো হতো।

বাংলাদেশ পা রাখলো ওটিটি প্ল্যাটফর্মের যুগে। দেশীয় কিছু ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা শুরু করলেও তাদের কন্টেন্টের মান নিয়ে প্রশ্ন ছিলো। তবে ২০২১ সালটা যেন এলো এদেশীয় ওটিটি প্ল্যাটফর্মের মানসম্পন্ন কন্টেন্টের বছর হয়ে। এর আগে আয়নাবাজী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পাশের দেশের ওটিটি প্ল্যাটফর্মে বানিয়েছিলেন ঢাকা মেট্রো নামের একটি ওয়েব সিরিজ, সেই সাথে ওই একই প্ল্যাটফর্মের জন্যই তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বানিয়েছিলেন মানি হানি ওয়েব সিরিজটি। হৈচৈতে গিয়েছিলো বাংলাদেশী নির্মাতা তানিম নূরের নির্মিত একাত্তর নামক ওয়েব সিরিজটি। বৈশ্বিক প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিলো এন্থোলজি ফিল্ম ইতি তোমারই ঢাকা, যেখানে বাংলাদেশী নির্মাতাদের নির্মাণ মুগ্ধ হয়ে দেখেছে গোটা বিশ্ব।

তবে এবছর সৈয়দ আহমেদ শাওকী নির্মিত তাকদির ওয়েব সিরিজটি দিয়েই বাংলাদেশী নির্মাতাদের ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের সামর্থ জানান দেবার শক্ত অবস্থান পাই আমরা। এই ওয়েব সিরিজটি রীতিমত আলোড়ন ফেলে দেয় দুই বাংলাতেই। এরপর জি ফাইভে মুক্তি পায় বাংলাদেশের এ সময়ের জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মাদ নাজিম উদ্দিনের বেগ বাস্টার্ড সিরিজের গল্প থেকে কন্ট্রাক্ট ওয়েব সিরিজটি। বাংলাদেশের দর্শকরা আশা দেখতে শুরু করে মানসম্পন্ন কন্টেন্ট দেখার। কারন ওটিটি প্ল্যাটফর্মগুলো যেহেতু সরাসরি দর্শকদের সাবস্ক্রিপশনের উপরে নির্ভর করে তাদের রুচি ও চাহিদার উপরে ভিত্তি করে প্ল্যাটফর্মগুলো কন্টেন্ট নির্মান করে থাকে। তাই দর্শকের চাহিদা মাথায় রেখে কন্টেন্ট নির্মান করায় বাংলাদেশী দর্শকেরাও তৈরী হতে শুরু করলো পকেটের টাকা দিয়ে পছন্দের ওটিটি গুলোতে সাবক্রিপশন কিনে কন্টেন্ট দেখার। মাঝে এসেছে দেশীয় প্ল্যাটফর্ম বিঞ্জ এর সাড়া জাগানো ওয়েব সিরিজ আগস্ট ১৪ , সদরঘাটের টাইগার ও বুমেরাং নামের ওয়েব সিরিজগুলো। যদিও এই কন্টেন্টগুলো নিয়ে কিছুটা আলোচনা সমালোচনা হয়েছিলো কিন্তু নির্মানের দিক দিয়ে এই কণ্টেন্টগুলো ছিলো বেশ উন্নত। পাশাপাশি রায়হান রাফির পরিচালনায় ডার্কসাইড অফ ঢাকা ওয়েব সিরিজটির মাধ্যমে রাতের ঢাকায় ঘটে যাওয়া শ্বাসরুদ্ধকর কিছু গল্পের সাক্ষী হয়েছে দর্শকরা।

অবশেষে এলো বাংলাদেশী ওয়েব সিরিজ মহানগর। আশফাক নিপুনের পরিচালনায় এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে পাশের দেশের ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈতে। আশফাক নিপুন নির্মিত মহানগর ওয়েব সিরিজটি নিয়ে বুদ হয়েছিলো বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা কন্টেন্টের দর্শকেরা। প্রশংসায় ভেসেছে নির্মাতা, অভিনেতা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্মটিও। গল্প, স্ক্রিনপ্লে, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব দিক থেকেই মহানগর ছিলো অসাধারণ।

এরপরে জি ফাইভে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টালম্যান মুক্তি পায়। গল্পে অসাধারণ এই সিরিজটি নিয়েও চলছে দর্শকদের নানান রকমের প্রতিক্রিয়া। যদিওবা হাসান মাসুদের চরিত্রটি নিয়ে শেষের দিকে কিছুটা ধোঁয়াশা থেকে গেলেও বাকী সবাই ঠিকঠাক করে গেছেন তাদের উপরে অর্পিত কাজটি।

গত কয়েকদিন আগে অনেক প্রত্যাশা নিয়ে সবার সামনে উন্মুক্ত হয়েছে চরকি নামের দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া মাল্টি স্টারার ওয়েব সিরিজ মরিচিকা নিয়ে শুরুতে দর্শকদের খুব ভালো পরিমানে প্রত্যাশা থাকলেও স্ক্রিনপ্লে এবং বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হলেও বাস্তবের সাথে মিল না থাকায় দর্শক কিছুটা হতাশ হয়েছেন বলা যেতেই পারে। কারন সিরিজটির শেষভাগে আফরান নিশোর এভাবে পালিয়ে যাবার বিষয়টি দৃষ্টিকটু। তবে একই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রবিউল আলম রবি পরিচালিত সিরিজ ঊনলৌকিক নিয়ে বেশ ভালো সাড়া পাওয়া গিয়েছে দর্শকদের কাছ থেকে। এছাড়াও আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া আদনান আল রাজীব পরিচালিত ইউটিউমার ওয়েব ফিল্মটি নিয়ে নির্মাতা ও দর্শকেরা বেশ আশাবাদী। সামনের দিনগুলোতে হয়তো নতুন আরো ওটিটি প্ল্যাটফর্ম সামনে আসবে। নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আমরা হয়তো গঠনমূলক আলোচনা সমালোচনায় আমাদের দেশীয় কন্টেন্টগুলোকে নিয়ে যাবো অনন্য উচ্চতায়।

দেশী ও বিদেশী ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাওয়া বাংলাদেশী নির্মাতাদের নির্মিত ওয়েব সিরিজগুলো জানান দিচ্ছে বাংলাদেশী নির্মাতাদের সক্ষমতা। তরুণ ও মেধাবী নির্মাতাদের হাত ধরে আগামী দিনগুলোতে বাংলাদেশী কন্টেন্টগুলো রাজত্ব করবে ওটিটি প্ল্যাটফর্মগুলো। সুতরাং আমরা বলতেই পারি বর্তমানের এই ওটিটি যুগের মানসম্পন্ন কন্টেন্ট যুদ্ধে সমানে সমান লড়াই দিতে বাংলাদেশ প্রস্তুত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭