ওয়ার্ল্ড ইনসাইড

প্রধানমন্ত্রীত্ব গ্রহণের পর প্রথম আস্থা ভোটে জয় পেলেন শের বাহাদুর দেউবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/07/2021


Thumbnail

সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রীত্বে পুনর্বহাল হওয়ার পর শের বাহাদুর দেউবার সামনে সবচেয়ে বড় পরীক্ষা ছিলো আস্থা ভোটে জয় পাওয়া। এবার সেই পরীক্ষাতে জয় পেয়ে উতরে গেলেন তিনি।

রোববার (১৮ জুলাই) নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত আস্থাভোটে অর্ধেকের বেশি সদস্য প্রধানমন্ত্রী পদে তাকে অনুমোদন দেন।

আস্থা ভোটে জয় পাওয়ার জন্য দেউবার প্রয়োজন ছিলো ১৩৬ ভোট। ১৬৫ ভোট পেয়ে তিনি এ যাত্রায় নিজের অবস্থানকে আরো মজবুত করলেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন বাকি ৮৩ ভোট।

প্রধানমন্ত্রী হিসেবে দেউবার প্রথম দায়িত্ব হবে সবাইকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।  দেশটির মোট তিন কোটি জনসংখ্যার চার ভাগেরও কম লোক ভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন।

নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে ভাষণে দেউবা বলেন, `করোনা মোকাবিলা করায় নতুন সরকারের প্রথম গুরুত্ব থাকবে।` আগামী তিন মাসের মধ্যে নেপালের এক তৃতীয়াংশ মানুষ ও আগামী বছর এপ্রিলের মধ্যে দেশটির সকল অধিবাসীকে টিকার আওতায় নিয়ে আসার প্রত্যয় জানান তিনি।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দেউবা এর আগে চারবার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে ১২ জুলাই নেপালের সুপ্রিম কোর্ট গত মে মাসে ভেঙে দেয়া পার্লামেন্ট বহালের আদেশ দেন। সুপ্রিম কোর্ট একইসাথে প্রধানমন্ত্রীর পদে থাকা কে পি শর্মা ওলির পরিবর্তে দেউবাকে দায়িত্ব গ্রহণের আদেশ দেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭