ইনসাইড এডুকেশন

পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/10/2017


Thumbnail

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল ২৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ছাড়াও শহরের ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৯শ’১০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪১ হাজার ০৮১ জন। পরীক্ষায় সাত স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরেরসহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও পাবনা জেলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ইমাম গায্যালী স্কুল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম. মনসুর আলী কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), সরকারী মহিলা কলেজ, শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়, গোপাল চন্দ্র ইনস্টিটিউট (জি সি ইনস্টিটিউট), সেন্ট্রাল গার্লস হাই স্কুল, পাবনা কলেজ, সিটি কলেজ, জাগির হোসেন একাডেমি আদর্শ গার্লস হাইস্কুলসহ মোট ১৫ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলা ইনসাইডার/এসএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭