ইনসাইড বাংলাদেশ

পরিচ্ছন্নতা কর্মীদের হাতে কোরবানির বর্জ্য দিন: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2021


Thumbnail

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, কোরবানির বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দিন। বুধবার (২১ জুলাই) বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহার উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ঢাকাবাসীসহ সারাদেশবাসীকে আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঢাকাবাসীর কাছে নিবেদন করবো আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করুন। 

তিনি বলেন, আপনারা কোরবানির বর্জ্য আমাদের নির্ধারিত স্থান ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দিন যাতে করে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি।

তিনি আরও বলেন, আমাদের বিশাল জনবল আজ থেকে মাঠে কাজ করবে। একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭