ইনসাইড সাইন্স

মাত্র ১০ মিনিটেই জেফ বেজোসের মহাকাশ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2021


Thumbnail

মাত্র ১০ মিনিটের মধ্যেই মহাকাশ ভ্রমণ সেরে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন জেফ বেজোস। বাংলাদেশ সময় মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টায় নিজের সংস্থা ব্লু অরিজিনের বানানো মহাকাশযান দ্য নিউ শেপার্ডে এই ভ্রমণ করেন তিনি। তার এই অভিযানের সঙ্গী ছিলেন আরও তিনজন।

তার এই সফরে ভাই মার্ক ছাড়াও ছিলেন ৮২ বছর বয়সী প্রাক্তন মহিলা পাইলট ওয়ালি ফাঙ্কে এবং ১৮ বছরের তরুণ ডাচ অলিভার ডেমেন। মহাকাশ ভ্রমণ থেকে ফিরে টেক্সাসের মরুভূমিতে অবতরণ করার পর বেজোস বললেন, ‘ক্যাপসুলে রয়েছে খুব খুশি একটা দল।’

মাত্র সাড়ে ১০ মিনিটেই মহাকাশ ভ্রমণ শেষ করে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন তারা। নিউ শেফার্ড তাদের পৃথিবী থেকে অন্তত ১০০ কিলোমিটার উঁচুতে কারম্যান লাইনের উপরে নিয়ে যায়, যেখানে তারা ভর শূন্যতা উপভোগ করেন।

ছয়জনের উপযোগী ওই ক্যাপসুলটি থেকে পরে প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে নেমে আসেন। সবমিলিয়ে এই ভ্রমণের মেয়াদ ছিল ১০ মিনিট ৩২ সেকেন্ড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭