ইনসাইড বাংলাদেশ

ঈদের দিনও রাজধানী ছেড়ে বাড়ী ফিরছেন অনেকেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2021


Thumbnail

ঈদের আগে ছুটি না পেয়ে, যানবাহন না পেয়ে, ভোগান্তি এড়াতে নানা কারণে ঢাকা ছাড়তে পারেননি অনেকে। তাই পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ঈদের দিন ঢাকা ছাড়ছেন।

বুধবার (২১ জুলাই) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলো খোলা রয়েছে। যাত্রীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ছোট্ট শিশু, স্ত্রীকে নিয়ে সাতক্ষীরা লাইনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন মো. আবদুল হাদি। তাঁরা যাবেন সাতক্ষীরায়। ঈদের দিন সকালে রওনা দেওয়ার কারণ জানতে চাইলে আবদুল হাদি বলেন, ‘বিপণনে কাজ করি। গতকাল পর্যন্ত ডিউটি ছিল। চাইলে গত রাতে রওনা দিতে পারতাম। পরিবার নিয়ে যেতে হবে, তাই রাতে রওনা দিইনি।’

খুলনায় যাবেন মো. মাসুদ নামের আরেক যাত্রী। তিনি জানান, ‘ঈদের আগে যাত্রীর প্রচুর চাপ থাকে। এই সময় গ্রামে যাওয়া অনেক কষ্টের। মূলত এই কারণেই আগে যাইনি। আজ একটু আরামে যাব।’

ছোট বাচ্চা ও নানিকে নিয়ে যশোর যাবেনব সালমা রহমান। তিনি জানান, ‘আগে টিকিট পাইনি। বয়স্ক মানুষ, বাচ্চা নিয়ে টিকিট ছাড়া যাওয়া সম্ভব না। তাই গতকাল যাইনি। আজকে টিকিট পেয়েছি। একটু পর বাস ছাড়বে।’

গতকাল বাস না পেয়ে অনেকেই ফিরে গেছেন। এমন একজন অনিক গাইন বলেন, ‘গতকাল বাসে সিট পাইনি। তাই ফিরে গেছিলাম। আজকে যাব বলে এসেছি।’

গোল্ডেন লাইনের কাউন্টার মাস্টার মো. মিজানুর রহমান বলেন, ঈদের দিনও মানুষ গ্রামে যাচ্ছে। তবে সংখ্যায় কম। আজ বুধবার সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৮টি গাড়ি ছেড়েছে। আরও যাবে। বিকেলের দিকে আবার যাত্রী ভিড় বাড়ার সম্ভাবনা আছে। পরশু থেকে আবার কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। মানুষের হাতে টাকাপয়সা কম। তাই অন্যান্য বারের চেয়ে হয়তো বিকেলে এবার একটু কম যাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭