ইনসাইড গ্রাউন্ড

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়ে সর্বোচ্চ ‘সিরিজ সেরা’র তালিকায় ৩ নম্বরে সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2021


Thumbnail

সাকিব আল হাসান, বিশ্বের সেরা দের একজন। জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর পর থেকে তিনি বিশ্ব ক্রিকেট পাড়ায় নিজের সেরাটা দিয়ে পাকা করে নিয়েছেন সেরাদের জায়গা। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক সিরিজ সেরার পুরস্কার জয়ের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি।

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের ক্রিকেটের আইডল। এ তালিকায় শীর্ষে আছেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। তিনি সর্বোচ্চ ১৯ বার ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। 

দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি জিতেছেন ১৭ বার। এ তালিকায় সাকিবের পরেই অবস্থান করছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তিনি ১৪ বার এ পুরস্কার জয় করেছেন। শীর্ষ পাঁচে থাকা অন্যজন হলেন শ্রীলঙ্কান লিজেন্ড শনাৎ জয়সুরিয়া।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭