ওয়ার্ল্ড ইনসাইড

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2021


Thumbnail

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। করোনাভাইরাসের বিধিনিষেধ অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে ঈদের নামাজ আদায় করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

জোহর রাজ্যের তামান পেলাঙ্গি এলাকার একটি সুরাউয়ের বাইরে নামাজের জন্য জমায়েত হয়ে করোনাভাইরাস সংক্রান্ত মানসম্মত কার্যপ্রণালীবিধি (এসওপি) ভঙ্গ করে তারা। খবর দ্য স্টার।

দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় জোহর রাজ্যের তামান পেলাঙ্গি এলাকা থেকে মোট ৪৯ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৪৮ জনই বাংলাদেশি। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭