ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ আক্রান্ত হয়ে ৪ হাজার ৩০০ মানুষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2021


Thumbnail

করোনা মহামারীর মাঝে ভারতের মানুষের জন্য আরেক আতঙ্কের জন্ম দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। করোনা থেকে সুস্থ হয়েছেন কিংবা চিকিৎসা নিচ্ছেন এমন ব্যক্তিরাই এতে আক্রান্ত হন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ভারতে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ এর বেশি মানুষের মৃত্যুবরণ করেছেন।

বিরল ও বিপজ্জনক এ সংক্রমণ নাক, চোখ এমনকি মস্তিষ্কেও আক্রমণ করে। দেশটিতে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৭৪ জন ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকদের মতে, করোনা ও ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের সম্পর্ক আছে। করোনা আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭