ওয়ার্ল্ড ইনসাইড

টোকিও অলিম্পিক বাতিলের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2021


Thumbnail

জাপানে করোনার সংক্রমণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। দেশটির চিকিৎসক এবং ভাইরোলজিস্টরা সরকারকে আগেই এ বিষয়ে সতর্ক করলেও জাপান সরকার এবং অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছিল, সমস্তরকম সুরক্ষার ব্যবস্থা করে অলিম্পিকের আয়োজন হবে। তবে শেষ রক্ষা বোধহয় আর হচ্ছে না। সব রকম সুরক্ষা নেওয়ার পরেও অনেক খোলায়াড় ভাইরাসটিতে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) সাংবাদিক বৈঠক করেছেন অলিম্পিক কমিটির প্রধান তোসিরো মুতো। তিনি জানিয়েছেন, যে ভাবে করোনা ছড়াচ্ছে তাতে নিজেদের মধ্যে বৈঠক করতে বাধ্য হয়েছেন তারা। সেখানে কোনো সিদ্ধান্ত না হলেও অলিম্পিক বাতিলের প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। 

জাপান সরকার ও অলিম্পিক কমিটি অলিম্পিকের প্রস্তুতি হিসেবে, দর্শকদের মাঠে ঢুকতে না দেওয়া। গেমস ভিলেজে অতিরিক্ত সুরক্ষা, সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি করা হয়েছে। বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে খেলোয়াড়দের জন্য। তবে পরিস্থিতি এখন এমন দিকে মোড় নিয়েছে যে অলিম্পিক কমিটিকে আবারো খেলা নিয়ে নতুন করে বৈঠকে বসতে বাধ্য করেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭