ইনসাইড গ্রাউন্ড

জৈব সুরক্ষা বলয়ে এক অন্যরকম ঈদ পালন করল টাইগাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2021


Thumbnail

এবারের ঈদ আয়োজন একেবারেই নিরানন্দ কেটেছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। একে তো পরিবার থেকে হাজার মাইল দূরে ঈদ উদযাপন করতে হচ্ছে, সেই সঙ্গে যুক্ত হয়েছে জৈব সুরক্ষা বলয়। তবে টেস্টের পর ওয়ানডে সিরিজে জয় দিচ্ছে কিছুটা হাসি মুখে সময় কাটানোর উপলক্ষ।

এদিন ঈদুল আজহার নামাজের ইমামতি করেন দলের সবচেয়ে ভরসা ভাজন মাহমুদুল্লাহ রিয়াদ। নামাজ শেষে একে অন্যকে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান সবাই।

পাঞ্জাবি-পায়জামা পরে ঈদের নামাজে একত্র হন তামিম-সাকিবরা। নামাজ শেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্তদের সঙ্গে ঈদ আনন্দ শেয়ার করেছেন সবাই।

জিম্বাবুয়েয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। ’

ওয়ানডে অধিনায়ক ও তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা নির্বাচিত তামিম ইকবাল লিখেছেন, ‘পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। পরিবারের সঙ্গে আনন্দময় ঈদ উদযাপন করুন ও স্বাস্থ্য সুরক্ষায় সর্তক থাকুন। ’

সতীর্থদের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে ডানহাতি পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। 

ইনজুরি কাটিয়ে তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে দলে ফেরা মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। করোনা মহামারির সময় সবাই পরিবারের সঙ্গে নিরাপদে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ বড় জয়ের পর ঈদ। ’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭