ওয়ার্ল্ড ইনসাইড

দাবানলের ভয়াবহতায় কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/07/2021


Thumbnail

শান্ত কানাডা হুট করে দাবানলের আগুনে অশান্ত হয়ে উঠেছে। দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের আগুন থেকে লোকজনকে বাঁচাতে শতশত মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে ব্রিটিশ কলম্বিয়ার ২৯৯টি স্থানে আগুন জ্বলছিল। এর মধ্যে ১৮টি শুরু হয়েছিল আগের দুইদিনে। আগামী দিনে দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আল-জাজিরা

ব্রিটিশ কলম্বিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি অবস্থা অন্তত ১৪ দিন জারি থাকবে, প্রয়োজনে পরে তা আরও বাড়ানো হতে পারে।

ব্রিটিশ কলম্বিয়া জননিরাপত্তা মন্ত্রী মাইক ফার্নওর্থ জানান, প্রদেশজুড়ে তিন হাজার ১৮০-এর বেশি দমকলকর্মী ও অন্য কর্মকর্তারা দাবানল নেভানোর জন্য কাজ করে যাচ্ছেন। আগামী কয়েকদিনে আগুন যদি আরও বাড়ে, তাহলে আরও লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭