ইনসাইড বাংলাদেশ

সীমান্তে বিএসএফকে মিষ্টি দিলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2021


Thumbnail

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

গত বুধবার (২১ জুলাই) ঈদের দিন সকালে হিলি সীমান্তের শূন্য রেখা হিলি চেকপোষ্ট গেটে বিজিবি`র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী মোল্লা ভারতের হিলি ক্যাম্পের বিএসএফ-এর কমান্ডার রমাকান্ত সিংকে মিষ্টির প্যাকেট উপহার দেন। এসময় বিজিবি-বিএসএফ এর একাধিক সদস্য উপস্থিত ছিলেন। 

হিলি বিজিবি ক্যাম্প কমান্ডার শওকত আলী মোল্লা সাংবাদিকদের বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিজিবি`র অধিনায়কের পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭