ওয়ার্ল্ড ইনসাইড

প্রথমবারের মতো সৌদিতে হজ্বের নিরাপত্তা দায়িত্বে নারী সেনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2021


Thumbnail

ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবে হজ্বের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে নারী সেনা। গত এপ্রিল থেকে মক্কা এবং মদিনায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন দক্ষ নারী সেনারা।

সেনাবাহিনীর ইউনিফর্মের সাথে লম্বা জ্যাকেট পরিধান করে মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার বিভিন্ন প্রান্তে টহল দিয়েছেন নারীরা। তারা অনেকেই উচ্ছ্বসিত হজ্বের নিমিত্তে আগত হাজিদের সেবা করতে পেরে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরে গোঁড়া, রক্ষণশীল সৌদি আরবে ধীরে ধীরে ইতিবাচক একটি পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। সংস্কার পরিকল্পনা ‘ভিশন ২০৩০’ অনুসারে নারীদের গাড়িচালনার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। অভিভাবকদের অনুমতি ছাড়া প্রাপ্তবয়স্ক নারীদের বাইরে থাকার বিধিনিষেধও প্রত্যাহার করা হয়েছে। পরিবারে নারীদের ক্ষমতা বাড়ানো হয়েছে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭