ইনসাইড বাংলাদেশ

রাজধানীতে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2021


Thumbnail

রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় ঈদের দ্বিতীয় দিনেও লোকজনকে পশু কোরবানি দিতে দেখা গেছে। ঈদের দিনে অনেকেই কোরবানী করতে পারেন নি পেশাদার কসাইয়ের সংকটের কারণে। এ কারণেই তারা ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ারা জানিয়েছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিন একটু ঝামেলা এড়াতেই তারা আজ পশু কোরবানি দিচ্ছেন।

কাজীপাড়ার বাসিন্দা অলিক হোসেন বলেন, আমাদের এলাকায় আজ বেশ কয়েকটি গরু কোরবানি দেওয়া হচ্ছে। আমরা সবাই প্রায় একই সমস্যার মধ্যে ছিলাম, সেটি হচ্ছে কসাইয়ের সংকট। আমরা মৌসুমি কসাই দিয়ে গরু কোরবানি দেবো না বলেই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছি।

ঈদের দিনের ঝামেলা এড়াতেই আজ কোরবানি দিচ্ছি বলে জানালেন কাজীপাড়ার আরেক বাসিন্দা রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রতিবছরই আমি ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেই। শুধু আমি নই, আমার আত্মীয় স্বজনরাও একটু ঝামেলা এড়াতেই দ্বিতীয় দিন কোরবানি দিয়ে থাকে।

এদিকে ঈদের পরের দিন হওয়ায় কসাইয়ের রেটও কমেছে। ঈদের দিন গরু প্রতি হাজারে ১৫০ থেকে ২০০ টাকা নিলেও ঈদের দ্বিতীয় দিনে ১০০ থেকে ১৫০ টাকায় তা নেমে এসেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭