ওয়ার্ল্ড ইনসাইড

কর্ণাটকের সরকার পতনে পেগাসাসের ব্যবহার, অভিযোগ বিরোধীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/07/2021


Thumbnail

কর্ণাটক সরকারের পতন ঘটাতে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে আড়িপাতার অভিযোগ উঠল মোদি সরকারের বিরুদ্ধে।

ডয়েচে ভেলের সূত্রে জানা যায়, কর্ণাটকে জেডিএস নেতা কুমারস্বামীর নেতৃত্বে জেডিএস-কংগ্রেস জোট সরকার গঠিত হয়েছিল। পরে বিজেপি ওই জোট থেকে বেশ কয়েকজন বিধায়ক ভাগিয়ে নিয়ে সরকারের পতন ঘটায় বলে অভিযোগ বিরোধীদের।

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে সম্প্রতিক তদন্ত রিপোর্ট অনুসারে, সেই সময় কুমারস্বামী, উপ-মুখ্যমন্ত্রী পরমেশ্বর, কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার ফোন হ্যাক করার চেষ্টা হয়। সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার এক দেহরক্ষীর ফোনেও আড়িপাতার অভিযোগ উঠেছে।

সেই সময় কংগ্রেস ও জেডিএসের ১৭ জন বিধায়ক পদত্যাগ করায় পতন ঘটে জোট সরকারের। বিরোধীদের অভিযোগ, এর পেছনে বিজেপির হাত ছিল।

পেগাসাস দিয়ে সম্ভাব্য আড়িপাতার শিকার যেসব ফোন নম্বর ফাঁস হয়েছে, তার মধ্যে কর্ণাটকের নেতাদের নম্বরও রয়েছে। কিন্তু মোবাইলের ফরেনসিক পরীক্ষা হয়নি বলে তাতে আড়িপাতা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

পেগাসাস নিয়ে বিতর্ক শুরুর পর পরমেশ্বর নিজের বিস্ময় প্রকাশ করেছেন। তিনি নিশ্চয়তার সাথে বলেছেন, এতে কেন্দ্রীয় সরকারের হাত আছে।

কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল বলেন, ভোটে নির্বাচিত হয়ে তারা সরকার গড়েছিল। সেই সরকারের পতন ঘটাতে ফোনে আড়িপাতা হয়েছে। দেশে যদি সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের ফোনে আড়িপাতা হয়, তাহলে কেউই নিরাপদ নয় বলে মন্তব্য করেন বেনু।

এদিকে সাবেক মুখ্যমন্ত্রী কুমারস্বামীর মন্তব্য করে বলেছেন এমন ঘটনায় তিনি অবাক হননি। আগেও এমন অভিযোগ উঠেছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭