টেক ইনসাইড

গ্রুপকলে নতুন সংযোজন এনেছে হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/07/2021


Thumbnail

কোভিড মহামারীর সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় এবং ভরসার মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। কর্তৃপক্ষ তাই চেষ্টা করে যাচ্ছে কেমন করে এটিকে আরও ব্যবহারবান্ধব করে গড়ে তোলা যায়।

গ্রুপে ভয়েস কল এবং ভিডিওকলে নতুন ফিচার উন্মুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রথমে থাকতেনা পারলেও গ্রুপ কলে যে কোনো সময় যুক্ত হওয়া যাবে।

গত মঙ্গলবার (২০ জুলাই) ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ গ্রুপ কল উদ্বোধন করেন। তবে সব দেশে এখনও এই ফিচারটি সহজলভ্য হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের নতুন আপডেটে এটি সংযুক্ত করা হবে।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট একসঙ্গে একাধিক মোবাইলে ব্যবহার করা যায় না। কোম্পানিটি চেষ্টা করছে একাধিক ডিভাইসে ব্যবহার উপযোগী ফিচার আনতে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭