ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ১২৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

ভারতে টানা কয়েকদিন বর্ষণের ফলে নামা ধসে মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড়জেলার কোঙ্কণে একইসাথে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ জুলাই) সেখানকার বেশ কিছু জায়গায় ধস নামে। এতে এক জায়গা থেকে ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য আরেকটি জায়গা থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়েছে। কমপক্ষে আরও ৩০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধার করতে হেলিকপ্টার নামিয়েছে মহারাষ্ট্র সরকার। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১২৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক সিনিয়র কর্মকর্তা জানান, মহারাষ্ট্রে গত ৪৮ ঘণ্টার মধ্যে ভূমিধসসহ বৃষ্টিজনিত ঘটনায় ১২৯ জন মারা গেছেন।

উদ্ধার কাজ চালাতে নৌবাহিনী এবং উপকূল বাহিনীর সাহায্যও নিচ্ছে রাজ্য সরকার। এছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে। একটানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে একাধিক জায়গায় বাড়িও ভেঙে পড়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭