ওয়ার্ল্ড ইনসাইড

তালেবানের প্রতি রাশিয়ার কড়া সতর্কবাণী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

খুব শিগগির নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা হতে তালেবানের নাম বাদ দেয়া হবে না বলে জানিয়েছে রাশিয়া। এমনকি তাদের এমন কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

গত শুক্রবার (২৩ জুলাই) এক বিবৃতিতে দিমিত্রি এই কথা বলেন।

তার দেয়া বিবৃতিতে জানা যায়, আফগানিস্তানের চলমান পরিস্থিতি যেন রাশিয়ার মিত্রদের কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে কড়া নজর রাখছে দেশটি। মধ্য এশিয়ায়, বিশেষ করে আফগানিস্তানে কী ঘটছে, তা রাশিয়ার কাছে খুব গুরুত্বপূর্ণ।

ক্রেমলিনের মুখপাত্র এর আগেও আফগান পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, মস্কো আফগানিস্তানে অস্থিতিশীলতা বৃদ্ধিতে উদ্বিগ্ন।

গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের ক্রমবর্ধমান হামলায় দেশটিতে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বেড়ে গেছে। তালেবানের হাতে বেশ কিছু জেলার পতনে আফগানিস্তানের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের পাশাপাশি সাধারণ আফগান জনগণ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে গত কয়েক দিনে মার্কিন সামরিক বাহিনী দেশটিতে তালেবানের অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। গত বৃহস্পতিবার (২২ জুলাই) পেন্টাগন একথা জানিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭