ইনসাইড গ্রাউন্ড

টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ চিনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

সব বির্তকের অবসান ঘটিয়ে এবারের অলিম্পিক শুরু হয়েছে অবশেষে। গতকাল বিকালে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্ভোধন হয় টোকিও অলিম্পিকের। সব দেশের অ্যাথলেটদের উপস্থিতি যেনো বার্তা দিচ্ছিলো জমজমাট পূর্ণ আসরের। আজ থেকেই শুরু হয়ে গেছে পদক পাওয়ার খেলা। আজ প্রথম দিনে টোকিও অলিম্পিকের এবারের আসরের প্রথম স্বর্ণ পদক জিতলো চিন। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে প্রথম স্বর্ণ জেতেন চিনের কিয়ান ইয়াং।

কিয়ান ইয়াংয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিয়ার গালাশিনা জেতেন রৌপ্য পদক। আর সুইজারল্যান্ডের পক্ষে ব্রোঞ্জ পদক জেতেন নিনা ক্রিস্টেন।

একটার পর একটা বিতর্ক যেনো লেগেই ছিলো এবারের অলিম্পিককে ঘিরে। করোনা মহামারীর মধ্যে অলিম্পিকের আয়োজন নিয়ে ছিলো সংশয়। তবে সব সংশয় আর বিতর্ক দূর করে  শুরু হলো আসরটি। 

এই আসরে চিন, রাশিয়া ও সুইজারল্যান্ডের পদক সংখ্যা দাড়ালো একটি করে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭