ওয়ার্ল্ড ইনসাইড

তালেবান ঠেকাতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করে নেয়ার পর তালেবানের শক্তির সম্মুখে বেশ নাজুক হয়ে পড়েছে আফগানিস্তানের সরকারি বাহিনী। তাদেরকে সহায়তা করতে এবং নিজেদের শক্তির প্রদর্শন করতে আফগানিস্তানে তালেবান অভিমুখে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সামরিক বিমান এ সপ্তাহে আফগানিস্তানে বেশ কয়েকটি তালেবান লক্ষ্যে হামলা চালিয়েছে।

নিউইয়র্ক টাইমসের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলাগুলোর মধ্যে অন্তত একটি তাৎপর্যপূর্ণ হামলা ছিল দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর কান্দাহারে। সেখানে তালেবান বাহিনী শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিতে যাচ্ছিল, এমন সময়ে এই বিমান হামলা তালেবানের হাতে শহরের পতন ঠেকিয়ে দেয়।

অন্যান্য হামলা চালানো হয় প্রতিবেশি হেলমান্দ প্রদেশে, এমন তথ্য জানা গেছে তালেবানের বিবৃতি থেকে। তারা জানিয়েছে, সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং এজন্য তাদেরকে এর পরিণতিও ভোগ করতে হবে।

বুধবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল মার্ক এ মাইলি সতর্ক করেছেন, তালেবান আফগানিস্তান পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭