ইনসাইড গ্রাউন্ড

সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে বাংলাদেশের না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবলের আসর। গতবছর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল মাঠে গড়ানোর কথা থাকলেও করোনার প্রকোপে তা পিছিয়ে এই বছরের আগস্টে শুরু হওয়ার কথা ছিলো। তবে, আরো একবার পেছালো সাফ চ্যাম্পিয়নশীপ। করোনা বেড়ে যাওয়ায় আয়োজক দেশ হতে বাংলাদেশ নাম প্রত্যাহার করাতে এখন অক্টোবরে প্রথম সপ্তাহে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল এই পরিস্থিতিতে কোন দেশে আয়োজন করা যায় সেই নিয়ে অংশগ্রহণকারী দেশ গুলোর সাথে ভার্চুয়াল মিটিং করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। প্রাথমিকভাবে নেপাল, মালদ্বীপ ও ভারত আয়োজনের ইচ্ছা প্রকাশ করে।

সভায় কারা আয়োজক হতে যাচ্ছে এবারের আসরের সে ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। ইচ্ছাপোষণ করা তিন দেশকে খরচের প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই জানা যাবে আয়োজক দেশের নাম।

এবার সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও ভুটান অংশ না নেওয়ায় পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭