ইনসাইড বাংলাদেশ

জার্মানির বন্যায় নিহতদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শোকপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

জার্মানির পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায়।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসকে পাঠানো এক বার্তায় ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তিনি বলেন, বন্যায় যারা এখনো নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন যারা বাড়িঘর হারিয়েছেন, তাদের জন্য আমাদের প্রার্থনা।

এই কঠিন পরিস্থিতি জার্মান কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন ড. মোমেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শতাব্দীর মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে জার্মানি। মৃতের সংখ্যা ১৫০ জনের বেশি। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো কয়েক হাজার মানুষ।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭