ইনসাইড গ্রাউন্ড

শঙ্কার মেঘ দূর হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশে পা রাখার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু হঠাৎ করে বহুল প্রতিক্ষিত এই সিরিজ শঙ্কায় পড়ে যায়। উইন্ডিজের বিপক্ষে করোনার খবরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ স্থগিত হলে সিরিজ মাঠে গড়ানো নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে, সর্বশেষ খবর অনুযায়ী দুই দলের খেলোয়াড়রা সুস্থ আছেন। তাই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে শঙ্কা কেটে গেলো বাংলাদেশের।

গত ২২ জুলাই রাতে অস্ট্রেলিয়া ও উইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ম্যাচে টস হয়ে যাওয়ার পর খবর আসে উইন্ডিজ দলের সাথা থাকা একজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তৎক্ষণাত খেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। দুইদলের খেলোয়াড়দের হোটেলে ফেরত নিয়ে যাওয়া হয় এবং তাদের আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়। পরে দুই দলের সকল খেলোয়াড় সহ মোট ১৫২ জনের করোনা পরীক্ষা করায় উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এতে প্রত্যেকের করোনা নেগেটিভ আসে। যার ফলে উইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বাকি দুইটি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে কোন সন্দেহ থাকলো না। অস্ট্রেলিয়ার এই দলটি আগামী সোমবার স্বাগতিকদের বিপক্ষে শেষ ম্যাচ খেলে ২৯ তারিখে পা রাখবে বাংলাদেশে। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অজিদের। এমন খবরে বাংলাদেশ শিবিরে বয়ে চলেছে স্বস্তির বাতাস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭