ইনসাইড ওয়েদার

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া বৃষ্টিপাত আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, খুলনা, বরিশালের অধিকাংশ স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকুলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঝাড়খণ্ড, উত্তর উড়িষ্যা ও ছত্তিসগড়ে অবস্থান করছে। দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর ও নৌ-বন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলে ভারি ও রাজশাহী, ঢাকা, সিলেট, রংপুর, ময়মনসিংহ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বছরের এ সময়ে এমন বৃষ্টিপাত স্বাভাবিক বলে জানানো হয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তবে এই বৃষ্টিপাতের ফলে কোন ধরণের বন্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানানো হয় নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭