ইনসাইড গ্রাউন্ড

প্রথম দিনেই অলিম্পিক পদক ভারতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

গতকাল বিকালে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্ভোধন হয় টোকিও অলিম্পিকের। সব দেশের অ্যাথলেটদের উপস্থিতি যেনো বার্তা দিচ্ছিলো জমজমাট পূর্ণ আসরের। আজ থেকেই শুরু হয়ে গেছে পদক পাওয়ার খেলা। ভারোত্তোলনে রূপা পেলেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক জয়। শনিবার সকালে প্রথম আশার আলো জাগিয়েছিলেন দীপিকা কুমারী ও প্রবীণ যাদব। তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোর্য়াটারে উঠেছিলেন তারা। তবে শেষ পর্যন্ত কোরিয়ার কাছে হারে ভারতীয় জুটি। শেষ সেটে দীপিকা-প্রবীণ হারেন ৩৩-৩৬ ব্যবধানে। মোট তিনটি সেটে জেতে কোরিয়া।

নারীদের ৪৯ কেজি ভারোত্তোলন ক্যাটেগরিতে রূপো জিতলেন মীরা। প্রথম চেষ্টায় ৮৪ কেজি ওজন তোলেন। এরপর দ্বিতীয়বার তোলেন ৮৭ কেজি। তবে তৃতীয় চেষ্টায় ৮৯ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন তিনি। অন্যদিকে চীনের হোউ জিহুই ৯২ কেজি ওজন তুলে দেন। শেষ পর্যন্ত ১১৫ কেজি ওজন তোলেন ভারতের মীরবাঈ। তবে শেষ চেষ্টায় ১১৭ কেজি তুলতে তিনি ব্যর্থ হন। রূপা পান তিনি। চীনের হোউ জিহুই জেতেন সোনা। 

চানুর এই কৃতিত্বে খুশি ভারত। টুইট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, `এর চেয়ে বেশি আনন্দের কিছু হতেই পারে না। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। তাকে শুভেচ্ছা ভারোত্তোলনে রুপা জেতার জন্য। তার সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে।`



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭